Menu Close

চাকরী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার গনিত বিষয়ের প্রস্তুতি

আমরা সকলেই জানি গনিত বিষয়টি সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি কমন বিষয়। কারন গনিত ছাড়া কোন পরীক্ষাই কল্পনা করা যায় না ,সেটা বিসিএস হউক, ব্যাংকের পরীক্ষা হউক, বা সরকারী-বেসরকারী যে কোন পরীক্ষাই হউক না কেন। এবার আসা যাক গনিত বিষয়টা কেন গুরুত্ব পুর্ণঃ
চাকরি দাতারা চাকরি দেয়ার আগেই আমাদের এই বিষয়ে দক্ষতা যাচাই করে নিতে চান।
তাছাড়া গনিত বিষয়ের উপর প্রতিযোগিতায় টিকে থাকা অনেকটা নির্ভর করে। গনিত বিষয়ে একবার ভালো প্রস্তুতি নিলে সব পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া হয়ে যায়।
তাই যে কোন জবের পরীক্ষার আগে এই বিষয়টা ঝালাই করে নেয়া উচিত যাতে যতটা সম্ভব বেশী নাম্বার অর্জন করে নেয়া যায়।।

গনিতের ভীতি আর নয়, চাই যথাযত প্রস্তুতি